জগন্নাথপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত অর্ধশত, আটক ১৯
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২১, ১১:৪১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের জগন্নাথপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে অর্ধশত মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় ১৯ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার ঐ উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুরে এ সংঘর্ষ হয়েছে।
স্থানীয়রা জানায়, ভোট দেওয়া-না দেওয়া নিয়ে রোববার ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আহমদ আলী ও আবুল হোসেনের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই জেরে সোমবার দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হন। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঐ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১৯ জনকে আটক করা হয়েছে।