ওসমানীনগরে প্রথম অরুনোদয় পাল ঝলক চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন শনিবার
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২৪, ৯:৩০ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধিঃ
সিলেটের ওসমানীনগরে আগামী কাল শনিবার প্রথম অরুনোদয় পাল ঝলক চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলকের নামে প্রবর্তিত চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা আগামী কাল শনিবার বিকেল ৩ টায় উপজেলার তাজপুর মঙ্গল চন্ডি নিশি কান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী খেলায় কনা মিয়া স্মৃতি তাজপুর ফুটবল টিমের মুখোমুখি হবে লালাপুর ইউনাইটেড এফসি ইনাতগঞ্জ ফুটবল টিম।১৬টি ফুটবল টিম টুর্ণামেন্টে অংশ গ্রহন করবে। খেলায় বিজয়ী দলের জন্য প্রথম পুরস্কার নগদ এক লক্ষ টাকা প্রাইজ মানি এবং রানারআপ দলের জন্য নগদ ৫০ হাজার টাকার প্রাইজ মানি, ট্রপি সহ ভাল খেলোয়ারদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে। এছাড়াও পুরো টুর্ণামেন্ট জুরে দেশী বিদেশী কৃতি ফুটবল খেলোয়াররা মনমাতানো আকর্ষণীয় ফুটবল খেলা উপহার দিবেন ফুটবল প্রেমি দর্শকদের।
চেয়ারম্যান কাপ টুর্ণামেন্টের প্রবক্তা তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক বলেন, এলাকার যুবসমাজকে অপরাধমুক্ত রাখতে দেশের ঐতিহ্যবাহী খেলা ফুটবলকে এগিয়ে নিতে প্রথম অরুনোদয় পাল ঝলক চেয়ারম্যান কাপ টুর্ণামেন্টের আয়োজন করেছি। সকল শ্রেণি পেশার মানুষের অব্যাহত সহযোগীতা থাকলে এই টুর্ণামেন্ট প্রতি বছর চলমান থাকবে। উদ্বোধনী খেলা সহ টুর্ণামেন্টের সকল খেলা মাঠে এসে উপভোগ করার জন্য ফুটবল ক্রীড়ামোদী দর্শকের আমন্ত্রণ জানাচ্ছি।