বিশ্বনাথে ভোট কেন্দ্রে দুই ঘন্টায় ৭৮ ভোট
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৪, ১:১১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
ভোট গ্রহণ শুরুর প্রথম দুই ঘণ্টায় সিলেটের বিশ্বনাথ উপজেলার একটি কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৭৮টি, যা মোট ভোটারের মাত্র ২ দশমিক ৯ শতাংশ। কেন্দ্রটির নাম জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বুধবার (৮মে) সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রটির দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ডা.গোলাম মর্তূজা খান।
প্রিজাইডিং অফিসার জানান, কেন্দ্রটির মোট ভোটার ২ হাজার ৬২৪ জন। নারী ভোটার ১২৯৮ ও পুরুষ ভোটার ১৩২৬ জন। কেন্দ্রটিতে প্রত্যেক প্রার্থীর এজেন্ট রয়েছেন।
দেখা যায়, ভোট শুরুর থেকে নারী ভোটারে পাশাপাশি পুরুষ ভোটারের উপস্থিত ছিলো। তবে সকাল সাড়ে ১০টার দিকে গিয়ে দেখা যায় দুটি বুথের মধ্যে দুজন নারী ভোটার রয়েছেন এবং একটি পুরুষের বুথে তিনজন পুরুষ ভোটার রয়েছেন।
প্রিজাইডিং অফিসার ডা.গোলাম মর্তূজা খান বলেন, ভোট শুরুর দুই ঘণ্টায় মাত্র ৭৮ ভোট কাস্ট হয়েছে। আমাদের কেন্দ্রের মোট ভোটারের ২ দশমিক ৯ শতাংশ। তবে আমরা আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে।