পিস্তল চালানোর ভিডিও ফেসবুকে, সুনামগঞ্জের তরুণকে খুঁজছে পুলিশ
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৪, ১০:৫৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
পিস্তলে গুলি চালানোর ভিডিও ফেসবুকে প্রকাশ করে আলোচনায় সুনামগঞ্জের এক তরুণ। পুলিশ তাঁকে খুঁজছে। তাঁর বাড়িতেও তল্লাশি চালিয়েছে।
ওই তরুণের নাম আল আমিন। তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার পূর্ব মাছিমপুরের হেলাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে আল আমিনের ফেসবুক আইডিতে (স্টোরি) পিস্তলে গুলি চালানোর একটি ভিডিও আপলোড হয়। ১৬ সেকেন্ডের ভিডিওতে শুধু হাতের অংশ দেখা যায়। এ নিয়ে আলোচনা শুরু হলে আধাঘণ্টার মধ্যে আল আমিন ভিডিওটি সরিয়ে নেন।
আল আমিনের বাবা হেলাল মিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। পুলিশ পরে ওই পিস্তল উদ্ধারে হেলাল মিয়ার বাড়িতে তল্লাশি চালায়। তবে বাড়িতে আল আমিনকে পাওয়া যায়নি, পিস্তলও মেলেনি।
দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বলেন, ‘আল আমিনকে না পেলে বোঝা যাচ্ছে না ভিডিওটি তার নিজের করা নাকি অন্য কারও। যেহেতু কেবল হাত দেখা যায়, তাই পিস্তলটি কার হাতে এবং কোথায় ভিডিও করা– তা বের করার চেষ্টা চলছে।’
আল আমিনের নামে কোনো অস্ত্রের লাইসেন্স নেই বলে জানান ওসি।
স্থানীয়রা জানান, আল আমিনকে গেল তিন মাসে দু’বার পুলিশ আটক করে। একবার মাদকাসক্ত অবস্থায় এবং আরেকবার অন্যকে মারধরের অভিযোগে। এ ছাড়া এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় সম্প্রতি তাঁকে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা।
পলাতক থাকায় অভিযুক্ত আল আমিনের বক্তব্য জানা যায়নি।- সমকাল