আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে তাজপুর ডিগ্রী কলেজে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি::
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন করা হয়। কলেজ ফটকের সামনে মঙ্গলবার (১০ ডিসেম্বর) স্বৈরাচার শেখ হাসিনার গুম নামক কারাগারে বন্দী সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীসহ গুমের শিকার সকল ছাত্র নেতাদের সন্ধান ও মুক্তি দাবিতে এই মানববন্ধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তাজপুর ডিগ্ৰি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুনাঈদ হোসাইন, সদস্য সচিব সৈয়দ ইলিয়াস আলী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ূন আলী, এমদাদ আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ, যুগ্ম আহ্বায়ক মাছুম আহমেদ আবির, সদস্য আব্দুল মুক্তাদির, হুসাইন আহমদ রুবেল, উমরপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাদিম হুসাইন দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক সজিব আহমেদ, গোয়ালাবাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিঠু আহমেদ পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক রফি উদ্দিন রফু, কলেজ ছাত্রদল নেতা মান্না আহমেদ, আদিল আহমেদ, তাজুল ইসলাম কবির, শাকিল আহমেদ, হাবিবুর রহমান, নাহিম আহমেদ, রুহিন আহমেদ, আরিফ আহমেদ, তুফায়েল আহমেদ, নয়ন দেব, কালাম মিয়া, মাছুম আহমেদ, উদয় হুসাইন, নাসির উদ্দিন প্রমুখ।