শিক্ষানুরাগী জমির আহমদের মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৪, ৫:৪২ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
বিশিষ্ঠ শিক্ষানুরাগী,সমাজসেবক সিলেটের ওসমানীনগর-বিশ্বনাথ উপজেলার সিমান্তবর্তী জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, দয়ামীর ইউনিয়নের দৌলতপুর গ্রামের কৃতি সন্তান আলহাজ্ব জমির আহমদের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। সোমবার দুপুর ২ টার দিকে উপজেলার কুরুয়া নতুন বাজারস্থ জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১১ টায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত চন্দ্র দেবের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নাজুমল ইসলাম এবং আব্দুল হান্নানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে মরহুম আলহাজ্ব জামির আহমদের আত্মার মাগফিরাত কামনা করে বক্তারা বলেন, জীবদ্দশায় অনেক ভালো কাজ করছেন আলহাজ্ব জামির আহমদ। যা কল্পনা করা যায় না। তিনি শুধু শিক্ষাক্ষেত্রে নয়,মসজিদ মাদ্রাসাসহ সকল সামাজিক কার্যক্রমে অবদান ছিলো অনস্বীকার্য। একজন মানুষের রেখে যাওয়া কৃতিত্বের জন্য মৃত্যুর পরেও তাকে অন্যরা স্মরণ করে। মরহুম আলহাজ্ব জামির আহমদ ছিলেন এমনই একজন গুণান্বিত মানুষ। ওামানীনগর-বিশ্বনাথ দুই উপজেলার মানুষ ও তার নিজ হাতে গড়া জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাক্ষ্য দেয় যে তিনি ভালো মানুষ ছিলেন। আজ তিনি নেই কিন্তু তিনির অবর্তমানে রেখে যাওয়া প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে তার সুযোগ্য পুত্র মনজুর আহমদ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। পাশাপাশি এই দুই উপজেলার সর্বস্তরের মানুষ বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে তাদের পরিবারকে সহযোগিতা করতে হবে।
সভায় বক্তব্য রাখেন জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহী মো: গোলাম মোস্তফা, কৃষ্ণধন বৈষ্ণব, মোহাম্মদ নাজমুল ইসলাম ও মোঃ শাফিদুল হক,সমাজসেবী মুহিবুর রহমান, মো: আবুল কালাম,আব্দুর রকিব,নিরব সুত্রধর রুদ্র, আনিছা আক্তার তান্নি ও পড়শিকা রানী নাথ।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রোকসানা ইয়াসমিন, সহকারী শিক্ষক মো: কামাল হোসেন, মো: আলমগীর হোসেন, ছাইদুল ইসলাম, মো: আবু রাইয়ুব, সুব্রত কুমার, ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য সিরাজুল ইসলাম, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সেবুল মিয়া, বিশিষ্ঠ মুরব্বি রহিছুর রহমান, এমদাদুর রহমান ধন মিয়া, কালাই মিয়া, নানু মিয়া, জুনেদ আহমদ, শামীম আহমদ ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব জমির আহমদ সাহেবের নাতি মোনেম আহমদ প্রমুখ।
অনুষ্টানে দোয়া পরিচালনা করেন কাইয়া কাইড় দারুছুন্নাহ হাফিজিয়া ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক মো: মুজতবা আহমদ মিছলু।