মাধবপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২৪, ৪:২২ অপরাহ্ণ
মাধবপুর প্রতিনিধি::
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন। বুধবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলায় দুর্ঘটনাটি ঘটে। সিলেটে মাজার জিয়ারত শেষে ফেরার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন তারা।
নিহতরা হলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামের মজু আলী মৃধার ছেলে জামাল, তার স্ত্রী কামরুন্নাহার, তাদের সন্তান অনন্ত, ভাই এনামুল এবং প্রাইভেটকারচালক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের ইউনুছ বেপারির ছেলে হারুন বেপারি।
ঢাকার সাভারের হেমায়েতপুরে ভাড়া বাসায় থেকে গার্মেন্টে চাকরি করতেন জামাল মিয়া। মে দিবসের ছুটিতে পরিবারসহ প্রাইভেটকারে সিলেটে মাজার জিয়ারত করতেন আসেন। রাতে সিলেট থেকে সাভার ফিরছিলেন। ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষ বাধে। কারটি ছিটকে দুমড়ে-মুচড়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে ওই পাঁচজন নিহত হন। এ ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।