কানাডায় “অঞ্জন দত্ত নাইট”: প্রবাসীদের উচ্ছ্বাস
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৪, ১:৫৭ অপরাহ্ণ
সুরমা নিউজঃ
কানাডার উইন্ডসর শহর মাতিয়ে গেলেন ওপার বাংলার নন্দিত গায়ক, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্ত। এআইএ প্রোডাকশনের আয়োজনে রোববার সন্ধ্যায় সিটির কাবোটো ক্লাবে গান পরিবেশন করেন এই কিংবদন্তি।
সময় সন্ধ্যা সাড়ে সাতটা। কালো হুডি, চোখে কালো সানগ্লাস পরে মঞ্চে আসেন অঞ্জন দত্ত। করতালি আর উন্মাদনার মধ্য দিয়ে জীবনমুখী বাংলা গানের লিজেন্ডকে বরণ করে নেন প্রবাসী বাংলাদেশিরা। এবারই প্রথম কানাডার বর্ডার এলাকার ছোট্ট এই শহরে আসেন অঞ্জন দত্ত। এতো দর্শক আর উচ্ছ্বাস দেখে মুগ্ধ হন তিনি। সাথে সাথেই কন্ঠে তুলেন ‘শুনতে কী পাও’ ।
“অঞ্জন দত্ত নাইট” সংগীতানুষ্ঠানে দেখা মিলে নীল দত্ত ও অমিত দত্তের। অনুষ্ঠানে কানাডা ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে প্রবাসী বাঙালিরা সবান্ধব হাজির হন।
লিসা জামান ও সৌম্যশ্রী পালের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই গানের সুরে মাতিয়ে রাখেন সৈকত এন্ড ফ্রেন্ডস ব্যান্ড দল। এরপরের সময়টুকু ছিল অঞ্জন দত্তের। একে একে ‘তুমি না থাকলে’, ‘ম্যারি এ্যান’, ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘আমি আসব ফিরে’, ‘বসে আছি স্টেশনে’‘বেলা বোস’ এর মতো জনপ্রিয় সব গান শোনাতে থাকেন এই কিংবদন্তি। প্রায় দুই ঘণ্টা দর্শকদের মাতিয়ে রাখেন অঞ্জন দত্ত। তাঁর সঙ্গে কণ্ঠে কণ্ঠ মেলান আগত দর্শকরা।
জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানটি স্পনসর করেছেন রিয়েলেটর রনি হায়দার, মর্গেজ এজেন্ট তাহমিদ আহমেদ, ও ব্যারিস্টার সূর্য চক্রবর্তী। এতে মিডিয়া পার্টনার ছিল ইউএসবাংলা টিভি।