বালাগঞ্জের শীতল পাটি তৈরী পোশাক দেশে-বিদেশে ব্র্যান্ডিং করার উদ্যোগে বৈঠক অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ৯:৫০:২৪,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০২১
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলা কে বলা হয়ে থাকে ঐতিহ্যবাহী শীতল পাটির রাজধানী। ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত বালাগঞ্জের ঐতিহ্যবাহী শীতল পাটি তৈরী পোশাক দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে ব্র্যান্ডিং (রপ্তানি) করার জন্য উদ্যোগ নিয়েছে সিলনেট মিডিয়া এন্ড চ্যানেল।
সোমবার(১১ জানুয়ারি)সিলনেটের প্রতিনিধি একটি দল বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাকুর রহমান মফুর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। শীলতপাটি নিয়ে ব্যাপক আলোচনা করার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্ ও পুর্ব পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, মোঃ রফিকুল আলম, সিলনেট প্রতিনিধি এনামুল মুনীর, অদিতী দাশ, ফাহমিদা এলাহী, বৃষ্টি সহ প্রমূখ।