বালাগঞ্জে রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে নিয়েছে চাষীর স্বপ্ন
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৮ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি::
সিলেটের বালাগঞ্জ উপজেলার হামসাপুর গ্রামে প্রায় শতাধিক ছোট-বড় লাউগাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে বালাগঞ্জ থানায় একটি অভিযোগপত্র দাখিল করা হয়েছ। যেখানে কেটে ফেলা লাউ বাগানের ক্ষয়ক্ষতি আনুমানিক দুইলক্ষ পঞ্চাশ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।
লাউচাষী মনোরঞ্জন দেবনাথ কান্নার সুরে বলেন, আমার কোন দুশমন নাই, আমি এই জমিতে বিভিন্ন প্রকার সবজি চাষ করে বিক্রি করে সংসার চালাই। কেনো আমার এমন ডাকাতি হলো জানি না। তিনি এমন অমানবিক ঘটনার সুষ্টু তদন্ত ও দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।
সরেজমিনে ওই এলাকায় কথা হয় স্থানীয়দের সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, এলাকার একটি মানব অনিষ্টকারী চক্র রাতের আঁধারে লাউগাছগুলো কেটে নিয়েছে। লাউচাষী মনোরঞ্জন দেবনাথ অনেক স্বপ্ন নিয়ে এই গাছগুলো লাগিয়েছিলেন। এখন তিনি পথে বসে গেলেন।
ইউপি সদস্য মোঃ আছাদুর রহমান বলেন, এই ঘটনা শোনে আমি অত্যন্ত মর্মাহত। আমি এর তীব্র নিন্দা জানাই। প্রকৃত দোষী ব্যক্তিকে খুঁজে আইনের আওতায় নিয়ে আসারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
উপজেলা কৃষি অফিসার মো: আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মনোরঞ্জন দেবনাথ একজন সফল কৃষক। কে বা কারা রাতের আধাঁরে ওনার ৮শতক জায়গার প্রায় ১১৫টি লাউগাছ মূল থেকে কেটে ফেলেছে। আমরা হিসেব করে দেখেছি ওনার প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এটি আসলে খুবই দুঃখজনক। আমরা বালাগঞ্জ উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাকে বিভিন্ন ধরনের বীজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি।
বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর বলেন, ‘মনোরঞ্জন দেবের ক্ষতির বিষয়টি শোনে খুবই কষ্ট পেয়েছি। তবে এলাকার সচেতন মহল এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। আমিও প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। আমি চাই এলাকার মানুষ এই দৃর্বৃত্তদের রুখে দাঁড়ান। আমি সব সময় মনোরঞ্জন বাবুসহ সকল কৃষকদের পাশে আছি।’
দুষ্কিৃতিকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও তিনি সবাইকে আশ্বস্ত করেন।