ওসমানীনগরে দুটি দোকানে চুরি হওয়া মোবাইল ফোন চট্টগ্রাম থেকে উদ্ধার, আটক ১
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ণ
সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার থেকে দুটি দোকান থেকে প্রায় ৩৭ লাখ টাকার চুরি হওয়া মোবাইল ফোনের মধ্যে ২৭টি মোবাইল ফোন চট্রগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরির মোবাইল রাখার অপরাধে মো. তাওহীদ(২৬) নামের এক যুবককে আটক করে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় চট্রগ্রামের লোহাগড়া থানার আমিরাবাদ এ এম শপিং কমপ্লেক্সের মোবাইল লিংক নামক দোকানে অভিযান চালিয়ে ২৭টি চোরাই ফোনসহ তাওহীদকে আটক করে ওসমানীনগর থানা পুলিশ। আটককৃত তাওহিদ চট্রগামের লোহাগড়া থানার আধুনগর কাজিরপাড়া গ্রামের নুরুল আমিনের ছেলে। উদ্ধারকৃত ২৭টি মোবাইল ফোনের দাম ২ লাখ ১৬ হাজার টাকা।
ওসমানীনগর থানার এসআই শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর(সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম এর সার্বিক দিকর্দিশনায় এবং ওসি মো. মোনায়েম মিয়ার সার্বিক তত্ত্বাবধানে তথ্য প্রযুক্তির সহায়তায় একদল পুলিশ নিয়ে চট্রগ্রামে অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোন উদ্ধার সহ একজনকে আটক করা হয়। আটককৃত তাওহীদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুল জবানবন্দি প্রদান করার পর গতকাল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারের ভোর ৭টায় আল হাসান মার্কেটের ফাইমা টেলিকম ও আয়ান মোবাইল সপ থেকে প্রায় ৩৭ লাখ টাকার স্মার্ট ফোন চুরি করে নিয়ে যায় চুরেরা।