আমেরিকায় স্বৈরাচার মুক্ত ১০০ দিন উদযাপনে পিনাকী, শহীদদের স্মরণে সভা
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৪, ৭:৫৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ছাত্র–জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের ১০০ দিন উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে ফ্যাসিবাদ বিরোধী মিশিগান প্রবাসী বাংলাদেশী কমিউনিটির ব্যানারে স্বৈরাচার মুক্ত ১০০ দিন উদযাপনে যুক্ত হোন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। রাজ্যের ওয়ারেন সিটির আইওনা মসজিদ অডিটোরিয়ামে আয়োজিত সভা দেওয়ান আকমল চৌধুরীর সুচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় । গোলাম রব্বানী তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মঈনুল হক।
অনুষ্ঠানটির প্রধান আলোচক হিসেবে ফ্রান্স থেকে অনলাইনে যুক্ত ছিলেন আলোচিত ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য । অন্তবর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, স্বৈরাচারের পতন হলেও আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো পৌঁছাতে পারিনি । আমাদের বিপ্লবকে শেষ করে দেয়ার ষড়যন্ত্রে থাকা শেখ হাসিনার কবর বাংলাদেশে হবে না। তাকে ভারতেই মরতে হবে । আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ ষড়যন্ত্রকারীরা বসে নেই । তিনি আমেরিকায় বসবাসরত বাংলাদেশীদের মুল ধারার রাজনীতির সাথে যুক্ত হওয়াড় আহ্বান জানান।
এদিকে সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আফজাল চৌধুরী। দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের ইমাম মাওলানা আহমেদ কাসেমী। শহীদদের স্মরণে দেশাত্মবোধক গান পরিবেশন করেন ইসলামী সংগীত শিল্পী সোলায়মান আল মাহমুদ ।
এছাড়া জুলাই আগস্ট বিপ্লবে ঘটে যাওয়া নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের ধারণ করা ভিডিও নিয়ে নির্মিত ৩০ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন মঈনুল হক। এমন সব দিনের নৃশংসতা দেখে অনেকেই আবেগয়াপ্লুত ও অশ্রু সিক্ত হয়ে পড়েন।
এছাড়া সভায় বক্তব্য রাখেন হ্যামট্রামিক সিটি কাউন্সিলম্যান কামরুল হাসান, বাংলা প্রেস ক্লাব মিশিগান এর সভাপতি শামিম আহছান, সাবেক সভাপতি সৈয়দ শাহেদুল হক, ওয়েইন কাউন্টি কমিউনিটি কলেজের ট্রাস্টি বোর্ড সদস্য কামাল রহমান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট দেলোয়ার আনসার, রাজনৈতিক ব্যক্তিত্ব ওয়াসিমুজ্জামান চৌধুরী রনি ও শামীম আহমেদ। এতে অংশ নেয়া বক্তারা আন্দোলনে যাঁরা নিহত ও আহত হয়েছেন তাঁদের ত্যাগের বিনিময়ে দেশকে সুন্দর, রাষ্ট্রকে মানবিক করে গড়ে তোলার আহ্বান জানান। আহতদের সুচিকিৎসা এবং নিহত শহীদের পরিবারের জন্য সরকারি উদ্যোগে স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয়ার দাবি জানান বক্তারা। তাছাড়া বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন ওয়েইন ষ্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী আলবি চৌধুরী ও আদিবা তাসনিম ।