বালাগঞ্জের সাংবাদিকদের সাথে নতুন ইউএনও মারিয়া হকের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১০:৫৮:৪৮,অপরাহ্ন ২৬ সেপ্টেম্বর ২০২৩
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মারিয়া হক। সদ্য বিদায়ী ইউএনও রোজিনা আক্তারের স্থলে যোগদান করলেন তিনি। যোগদানের পর তিনি বীরমুক্তিযোদ্ধা, সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন।
গত ২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বালাগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে মারিয়া হক যোগদান করার পর ওইদিন-ই বিদায়ী ইউএনও রোজিনা আক্তার তাকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেন। ইউএনও মারিয়া হক ৩৫তম বিসিএস ক্যাডারের সদস্য। তাঁর বাড়ি ঢাকার ডেমরায়। সদ্য যোগদানকৃত ইউএনও মারিয়া হক জানান, ২০১৭ সালে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তাঁর কর্মজীবন শুরু। সেখান থেকে ২০২০ সনে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। গত ১১ সেপ্টেম্বর সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পর ২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আনুষ্ঠানিক ভাবে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক জানান, বালাগঞ্জের সবার সহযোগিতা নিয়ে সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করবেন এবং উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি সুন্দর রাখতে যা যা করণীয় তাই করবেন। পাশপাশি বালাগঞ্জবাসীর সঙ্গে থেকে স্মার্ট বাংলাদেশ গঠনে সরকারের উন্নয়ন ও অগ্রগতি সমুন্নত রেখে সবার সুখে-দুঃখে সেবা করতে চান তিনি।
মতবিনিময় করার সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস, বীরমুক্তিযোদ্ধা বৃন্দ, বালাগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পার্থ সারতি চৌধুরী, ফয়জুল ইসলাম মাসুক, হিন্দু বৌদ্ধ ঐক্য পর্ষদের সভাপতি পবিত্র রঞ্জন বণিক, বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, সাংবাদিক রজত চন্দ্র দাস ভূলন, শাহাব উদ্দিন শাহিন, এসএম হেলাল, আবুল কাশেম অফিক, আব্দুল কাদির, আব্দুশ শহীদ, জাকির হোসেন, সমাজ কর্মী মো. মুহিত মিয়া, তুরন মিয়া, মাহবুব আলম তুহিন প্রমুখ।