মৌলভীবাজারে ১ হেক্টর বনভূমি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২০, ৮:৪৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে উচ্ছেদ অভিযান চলছে। সেখানে বৃহস্পতিবার কালাছড়া বনবিট এলাকা দখল করে গড়ে তোলা লেবু ও আনারস বাগান অপসারাণ করে ১ হেক্টর বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ। সকাল দশটা থেকে টানা ৬ ঘন্টা চলে উচ্ছেদ অভিযান।
বনরেঞ্জ সূত্র জানায়, সংরক্ষিত বনাঞ্চলের কালাছড়া, লাউয়াছড়া ও চাউতলী বনবিট এলাকায় বিপুল পরিমাণ বনভূমি দখলে নিয়ে প্রভাবশালীসহ বনবিভাগের হেডম্যানরা লেবু বাগান ও বসতঘর নিমার্ণ করে আসছিলেন। নোটিশ প্রদান ও নিষেধাজ্ঞায় কাজ না হওয়ায় দখলকৃত জায়গা উদ্ধারের জন্য বৃহস্পতিবার বনবিভাগ উচ্ছেদ অভিযান চালায়। বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক আনিছুর রহমানের নেতৃত্বে একটি দল সকাল ১০টায় অভিযান শুরু করে। তা চলে বেলা চারটা পর্যন্ত। এতে কালাছড়া বিটে উচ্ছেদ অভিযানের পাশাপাশি ফরেষ্ট ভিলেজার হেডম্যান মাখন উড়াংসহ আরও কিছু ব্যক্তির দখলে থাকা ভূমি উদ্ধার হয়। উদ্ধার করা জমির পরিমান ১ হেক্টর। অভিযানে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ লাউয়াছড়া রেঞ্জের রেঞ্জার মোনায়েম হোসেনসহ কর্মকর্তরা।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক মো. আনিসুর রহমান বলেন, বনভূমি উদ্ধারে এটি রুটিন অভিযান। পর্যায়ক্রমে লাউয়াছড়া ও চাউতলী বনবিট এলাকা থেকে দখলকৃত বনভূমি উদ্ধার করা হবে।