জুড়ীতে স্কুল থেকে বাড়ি ফিরতেই তুলে নিয়ে শিশুকে ধর্ষণ
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৪, ১১:১৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
মৌলভীবাজারের জুড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে (৬) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় শিশুর পালক মা বাদী হয়ে বৃহস্পতিবার জুড়ী থানায় ধর্ষণ মামলা করেন।
জানা যায়, গত সোমবার কেউ বাড়িতে ছিলেন না। দুপুর ১২টায় মেয়েটি বিদ্যালয় থেকে বাড়িতে আসে। বাড়ির গেটে আসা মাত্র পূর্বে থেকে ওঁৎপেতে থাকা পার্শ্ববর্তী ভোগতেরা গ্রামের আব্দুর রশীদের পুত্র জাহাঙ্গীর আলম কালা মেয়েটির মুখ চেপে ধরে ঘরের পেছনে খড়ের ঘরে নিয়ে ধর্ষণ করে। তিনি বলেন-সে প্রায় দিনই আমাদের ঘরের পেছনে এসে দিনে রাতে বসে থাকে। আমরা ভয়ে কিছু বলি না। আমাদের ঘরে পুরুষ মানুষ না থাকায় আমরা ভয়ে ভয়ে থাকতাম। আজ আমাদের সর্বনাশ করল।
নাম প্রকাশে অনিচ্ছুক কালিনগর ও ভোগতেরা গ্রামবাসীরা অভিযোগ করেন-কালা ইতিপূর্বে ৫/৬টি মেয়ে শিশুকে ধর্ষণ ও ছেলে শিশুকে বলাৎকার করেছে এবং বেশ কয়েকজন মহিলাকে ধর্ষণ করেছে।
ওসি এসএম মাঈন উদ্দিন বলেন-ধর্ষণের অভিযোগে থানায় মামলা তারিখ হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।