সিলেটে মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি আটক
প্রকাশিত হয়েছে : ৪:০০:০৩,অপরাহ্ন ২৫ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় মাদক বহনের দায়ে মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গোয়াইনঘাট-রাধানগর সড়কের গোয়াইনঘাট পূর্ব বাজার এলাকার তিতারাই ব্রিজের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং চা- বাগান এলাকার বিরেন গোয়ালার ছেলে বিমল গোয়ালা ও চামটা মালের ছেলে সুজন মাল।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গোয়াইনঘাট-রাধানগর সড়কের গোয়াইন পূর্ব বাজারের তিতারাই ব্রিজের পাশ থেকে ৬ বোতল ভারতীয় মদসহ দুজনকে গ্রেফতার করেন।
এ সময় মাদকসহ তাদের বহনকারী একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে করে মাদক নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দুজনকে আটক করার পাশাপাশি তাদের বহনকারী একটি মোটর সাইকেলও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদ্বয়কে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।