ইলিয়াস আলী নিখোঁজের এক যুগ: স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর বিএনপির স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২৪, ৩:৫৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরে পেতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সিলেট জেলা বিএনপি। গতকাল বুধবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়। পরে বাদ আসর হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহ প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। এর আগে বাদ জোহর একই স্থানে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
গতকাল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার এক যুগ পূর্ণ হয়। নিখোঁজ নেতাকে ফিরে পেতে স্মারকলিপি দেওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী এমরান আহমদ চৌধুরী বলেন, ১২ বছর ধরে আমরা ইলিয়াস আলীর অপেক্ষায়। তিনি আওয়ামী সরকারের সব অন্যায়ের সমালোচনা করতেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ছিলেন। তাই তাঁকে গুম করে রাখা হয়েছে। তিনি ইলিয়াস আলীসহ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, গাড়িচালক আনসার আলী ও অন্য নেতাকর্মীকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। অন্যথায় হরতালের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
এ সময় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আশিক উদ্দিন, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, হাজী শাহাব উদ্দিন আহমদ, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, আনোয়ার হোসেন মানিক, আবু তাহের, রফিকুল ইসলাম শাহপরান, মোমিনুল ইসলাম মোমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
একই দাবিতে স্বেচ্ছাসেবক দল বাদ জোহর দরগাহে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলী।