সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবাকে মামলা দিয়ে হয়রানি
প্রকাশিত হয়েছে : ৯:৩০:২৮,অপরাহ্ন ১৭ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিরীহ এক মুক্তিযোদ্ধা পরিবাকে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। মামলাবাজ ওই মহিলার মিথ্যা মামলাসহ নানা হয়রানির কবল থেকে রক্ষা পেতে নির্যাতিত নিরীহ মুক্তিযোদ্ধা পরিবার সুনামগঞ্জের পুলিশ সুপার, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ বরাবরে লিখিত আবেদন দাখিল করেছেন।
জগন্নাথপুর উপজেলা আশারকান্দি ইউনিয়নের তিলক গ্রামের বীরমুক্তিযোদ্ধা মৃত কদরিছ আলীর স্ত্রী ষাটর্ধো হনুফা বেগম মিথ্যা মামলা ও নানান ভাবে হয়রানি থেকে রেহাই পেতে বরিবার পৃথক ভাবে দাখিলকৃত আবেদনে উল্লেখ করেন, বেশকিছু দিন ধরে উপজেলার আশারকান্দি ইউনিয়নের তিলক গ্রামের আমিন উল্লার ছেলে আব্দুল মকদ্দুছের সাথে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধ চলে আসছে।
এর জের ধরে বাড়ি থেকে চিরতরে তুলে দিতে আব্দুল মকদ্দুছের মেয়ে রানা বেগম বাদী হয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমি সহ আমার পরিবার ও আত্মীয় স্বজনদের বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। শুধু মামলা দিয়ে নয় ভাড়াটে সন্ত্রাসীর মাধ্যমে হত্যা ও গুম করার চেষ্টায় লিপ্ত রয়েছে তারা। এছাড়াও রানা বেগম তার আপন ছোট বোনকে ধর্ষনের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন আইনে আদালতে মামলা দায়ের করে।
মাননীয় আদালত মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জগন্নাথপুর থানাকে নির্দেশ দিয়েছেন। রানা বেগম কর্তৃক একের পর এক মিথ্যা অভিযোগের কবল থেকে রক্ষা সহ সঠিক তদন্ত দাবি করে অন্যায় অত্যাচারের সু-বিচার চেয়েছেন মুক্তিযুদ্ধা নিরীহ ওই পরিবারটি।