লন্ডন মহানগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সোহেল আহমদকে অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০১৭, ১:২৩ অপরাহ্ণ
কবির আহমদ:
বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমদ লন্ডন মহানগর বিএনপির সহ সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় বালাগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম. মুজিবুর রহমান।
তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, ছাত্রদলের দুঃসময়ে সিলেটবাসীর প্রিয় নেতা এম. ইলিয়াস আলী যখন আমাকে বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব দিয়েছিলেন তখন সুহেল আহমদকেও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন। তৎক্ষালীন সময়ে উপজেলা ছাত্রদলকে সু-সংগঠিত করতে আমার পাশে থেকে অক্লান্ত পরিশ্রম করেন সুহেল। দল তাকে সঠিক মূল্যায়ন করেছে।