ওসমানীনগরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও জয়নাল আবেদীন’র মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওসমানীনগর উপজেলা এলজিডি প্রকৌশলী এস এম আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কবির আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জুবেল আহমদ, ক্রীড়া সম্পাদক আতাউর রহমান কাউছার, সাংস্কৃতিক সম্পাদক জিতু আহমদ, কার্যনির্বাহী সদস্য আবু হানিফা, কয়েছ আহমদ, সদস্য আবুল কালাম আজাদ ও সদস্য এমদাদুর রহমান খাঁন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, আমি এই উপজেলায় নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করি।
তিনি আরোও বলেন,সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি ওসমানীনগর উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।