ওসমানীনগরে সূর্য তরুণ ক্রিকেট ক্লাবের উদ্যোগে রাতব্যাপী সিক্স এ সাইড টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৫, ৮:২৫ অপরাহ্ণ
সিলেটের ওসমানীনগরে সূর্য তরুণ ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত ১ম নাইট সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৪ জানুয়ারি) প্রবাসীদের অর্থায়নে সূর্য তরুণ ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত এ ১ম নাইট সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল সুরমানিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও ক্রীড়া সংগঠক জুবায়ের আহমেদ, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল মতিন, সাবেক ক্রিকেটার ও সংগঠক জুয়েল মিয়া, সাংবাদিক আনোয়ার হোসেন আনা, ক্রিড়া সংগঠক আব্দুল কাইয়ুম।
টুর্নামেন্টের প্রথম পুরুষ্কার দিয়ে সহযোগিতা করেন সূর্য তরুণ ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সঞ্জয় গুপ্ত, দ্বিতীয় পুরুষ্কার দিয়ে সহযোগিতা করেন কাওছার আহমেদ ও বাবলু আহমেদ। প্রথম ও দ্বিতীয় পুরুষ্কার এর জন্য দুটি আকর্ষণীয় পুরুষ্কার দিয়ে সহযোগিতা করেন ডাক্তার মূদুল গুপ্ত।
সেরা ব্যাটসম্যান ও সেরা বোলার এর পুরুষ্কার দিয়ে সহযোগিতা করেন আফিক আহমেদ, প্রতি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ এর পুরুষ্কার দিয়ে সহযোগিতা করেন শাহজাহান রহমান, তুহিন আহমেদ, পাবেল ইসলাম।টুর্নামেন্টের আনুষাঙ্গিক খরচের জন্য সহযোগিতা করেন নজরুল ইসলাম ও শাকিল খান।
সূর্য তরুণ ক্রিকেট ক্লাবের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রম এ খেলাটি সুন্দর ভাবে সমাপ্ত হয়।