বিডিআর হ*ত্যা*কা*ণ্ডঃ ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত কমিশন
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৫, ৮:১১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
ভারত সরকার অনুমতি দিলে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে দেশটিতে যেতে চায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’।
সোমবার রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় কমিশনের সভাপতি মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান বলেন, ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠালে, তাদের অনুমতি পেলে তদন্ত কমিশন ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে। কোনো সিকিউরিটি আর যানবাহন না দিলেও কাজ চালিয়ে যাওয়া হবে। কমিশন চায় সব পক্ষ যেন ন্যায়বিচার পায় এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করা যায়।
তিনি আরও বলেন, দেশি-বিদেশিরা মিলে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে শুধু এ কথা বললেই হবে না। ভারত জড়িত বললেই হবে না, তার স্বপক্ষে প্রমাণ হাজির করতে হবে। এ সময় ছোট-বড় সব প্রমাণ গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
বিডিআর হত্যাকাণ্ডের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কমিশন সভাপতি বলেন, গত ১৬ বছরে বহু প্রমাণ নষ্ট হয়ে গেলেও, কমিশন সত্য উদ্ঘাটনে কাজ করবে। কোনো পক্ষপাতিত্ব ছাড়াই সবার সহযোগিতায় তদন্ত প্রক্রিয়া চালানো হবে। তদন্ত কমিশন আগামী তিন মাসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত শেষ করার পরিকল্পনা করছে। তবে প্রয়োজনে সময় বাড়ানোর আবেদন করা হবে।