বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৪, ১০:২৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২১মে) খন্দকার সিপার আহমেদকে সভাপতি ও অধ্যক্ষ ড. এনামুল হক সরদারকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
সভাপতি খন্দকার সিপার আহমদ, সহ-সভাপতি এ.এস.এম আনোয়ারুল ইসলাম, আব্দুল জলিল জিলু, শামিম আখতার, অ্যাডভোকেট বদরুল হোসেন, অধ্যাপক মোঃ ছুরাব আলী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. এনামুল হক সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল, অ্যাডভোকেট আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, প্রচার সম্পাদক এম. এ. মতিন, দপ্তর সম্পাদক ওলিউর রহমান সুফী, সাহিত্য, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যক্ষ নাজমুল আনসারী, সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আব্দুল আজিজ, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা মহি উদ্দিন, কোষাধ্যক্ষ আলা হোসেন, কার্যনির্বাহী সদস্য মইনুল হক চৌধুরী, আবদাল মিয়া, আজিজুল হক চৌধুরী ফয়েজ, অ্যাডভোকেট আব্দুল কুদ্দুছ, শেরওয়ান আহমদ, অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, আখতারুজ্জামান চৌধুরী জগলু, এ.টি.এম. ফখর উদ্দিন, আফজালুর রহমান চৌধুরী নাজলু, অ্যাডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, মুজিবুর রহমান খাঁন মোহন, আবু কয়েছ চৌধুরী।