ওসমানীনগরে ‘বাওসাসপ’ এর ১৪৫তম সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৫, ১০:০৩ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি::
বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ (বাওসাসপ) এর ১৪৫তম শীতকালীন সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি কবি জালাল আহমদ খালিছদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিক্ষক রাশেদ আলীর সঞ্চালনায় শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) বিকেল ৩টায় স্থানীয় বোয়ালজুড় বাজারে এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দার্শনিক কবি শিকদার মুহাম্মদ কিব্রিয়াহ।
বিশেষ অতিথি ছিলেন গবেষক ও সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ, বিশিষ্ট সালিশ জহুর আহমদ, লেখক ডা.আব্দুল জলিল, সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও ছড়াকার ফারুক ইসলাম, কবি সীমা কর, কবি ও সাংবাদিক বিলাল হোসেন, কবি আরজু মিয়া, কবি বশির মিয়া, ছড়াকার মুসফেকুর রাজা চৌধুরী, কবি ও শিক্ষক আতিকুর রহমান গোলাপ, কবি খালেদ আহমদ খালিছদার, নাজমুল ইসলাম, সংগঠক ফরহাদ জায়গীরদার, কবি ও সাবেক ইউপি সদস্য আনোয়ার আলী (লেচু মিয়া), ইউপি সদস্য রেবা রাণী সূত্রধর, শিক্ষক তারক চন্দ্র সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সহকারী হাফিযুর রহমান, শিক্ষক আনিসুর রহমান, মাছুম জায়গীরদার, ফুরাই দেবনাথ, মিনা বেগম চৌধুরী, স্বপ্না বেগম, সাইদুল ইসলাম, ছায়েম ইবনে খয়ের, ইমরান আহমদ প্রমুখ।
আসরে পুঁথী পাঠ করেন কবি আরজু মিয়া, গান পরিবেশন করেন কবি সীমা কর ও সুজিবুর রহমান। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মোফাজ্জল হক।
আসরে পরিষদ সভাপতি কবি জালাল আহমদ খালিছদারের সদ্য প্রয়াত বড় বোনের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় এবং পরিষদের সহ-সভাপতি শিক্ষক ফয়জুল ইসলামের আশু রোগমুক্তি কামনা করা হয়।