পাঁচ টুকরো কবিতা
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৩, ৬:১৪ অপরাহ্ণ
বিলাল হোসেন ::
১. অন্ধ
বুকে আমার প্রকাশ্য কারবালা-
অথচ, তুমি দ্যাখো সাজিয়েছি আলতার বাগান!
২. মৃত্যু
স্বাভাবিক প্রক্রিয়ায় দেহপ্রাণ বিচ্ছিন্ন হলেও
প্রেমে তার আয়ূ হাতে নেমে আসে নিখাঁদমৌনতাচ্ছিল্যঝড়ে।
৩. বিশ্বস্ততা
তেরোবেলা তাড়িয়ে দেওয়ার পর যে লোকটি
ষোলোবেলা ফিরে আসে তোমার বারান্দায়-
তাকে অন্তত কুকুরেরও মর্যাদা না দেওয়া অমানবিক!
৪. অসুস্থতা
ভোরের দিকে দু’একটি জোনাকি হয়তো জ্বলে উঠতো
অথচ বিক্ষিপ্ত মন খারাপের কবলে
দীর্ঘায়িত হতে পারে তোমার মনের অসুখ।
৫. আপনি
সেই মনটাকে আপনি খুঁজে পাননি
যেটা আপনার চারপাশে ঘুরে, আচমকা ভাবায়;
সেটা পেলে দেখবেন মানুষের মিছিলভর্তি চতুর আয়না।