মিশিগানে পর্দা নামলো একদিনব্যাপী ৬হাজার ডলার প্রাইজমানির টুর্নামেন্ট
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:০২ পূর্বাহ্ণ
দর্শকদের উল্লসিত চিৎকারে পর্দা নামলো “আফসার-তোফায়েল ১ম এন্যুয়াল ব্যাডমিন্টন টুর্নামেন্ট”।
গতকাল ২২শে ডিসেম্বর রোববার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মিশিগানের ওয়ারেন সিটিতে একদিনব্যাপী জমকালো আয়োজনের মাধ্যমে শেষ হয় টুর্নামেন্টটি।
পুরোদিনব্যাপি ৬০টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট ওয়ারেন অ্যাথলেটিক ক্লাবে সম্পন্ন হয়।
জমকালো এই টুর্ণামেন্টে মিশিগান ছাড়াও নিউইয়র্কসহ বিভিন্ন স্টেটের খেলোয়াড়দের পাশাপাশি ভিনদেশিদের প্রাণপণ লড়াইয়ের খেলা উপভোগ করেন বাংলাদেশি দর্শকরা।
এই আসরে ৩টি গ্রুপে বিভক্ত হয়ে ডিভিশন পদ্ধতিতে খেলা সম্পন্ন হয়।
টুর্নামেন্টের এ ডিভিশনের ফাইনাল খেলায় হাড্ডা হাড্ডি লড়াই করে মিশিগানের লিমন-রিদয় জুটিকে হারিয়ে শিরোপা অর্জন করেন নিউইয়র্ক থেকে আগত সাইনুল-নাদিম জুটি। র্যাকেটের বাড়ি আর দর্শকদের হাতের তালিতে জমে উঠে শেষমুহুর্তের ফাইনাল।
এছাড়া বি-ডিভিশনে ইসতি-স্বপন জুটি তানভীর-ফুজায়েলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বেশ উন্মাদনা-উত্তেজনায় একদিনব্যাপী আয়োজিত খেলার প্রিমিয়ার ডিভিশনে লড়তে নামেন ভিনদেশী খেলোয়াড় এন্ড্রেস-জ্যাসন জুটি ও বাংলাদেশি নাদিম জুটি। র্যাকেট-কর্কের শব্দ আর দর্শকের হাততালিতে মুখর ফাইনালে শেষমেশ শিরোপা চলে যায় ভিনদেশী এন্ড্রেস ও জেসন জুটির হাতে।
এদিকে টুর্নামেন্টটির সফল সমাপ্তি ঘটে ৬হাজার ডলার প্রাইজমানির পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে। এ সময় টুর্নামেন্টের ৩টি ডিভিশনের চ্যাম্পিয়ন ও রানার্স আপ জুটির হাতে তুলে দেয়া হয় প্রাইজমানির চেক ও আকর্ষণীয় ট্রপি।
ভবিষ্যতে বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
টুর্নামেন্টে স্পন্সর হিসেবে ছিলেন দুই পৃষ্টপোষক তোফায়েল হোসাইন ও আফসার হোসাইন, এসএনএস হোম লোনস, পেট্রা টাইটেল এজেন্সি, আলী চৌধুরী, বিসমিল্লাহ কাবাব এন্ড কারি ক্যাফে ও এমকে এন্ড একাউন্টিং সার্ভিস।