দুই দিনেও সন্ধান মেলেনি পানিতে ডুবে নিখোঁজ হওয়া নুনু মিয়ার
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০১৬, ৩:১৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা ও জুড়ি নদীর সংযোগস্থলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ নুনু মিয়ার সন্ধান দুইদিনেও মেলেনি।
শুক্রবার সকাল আটটা পর্যন্ত তল্লাশি চালানোর পরেও তার সন্ধান না মেলায় অভিযান সমাপ্তি ঘোষণা করেছেন সিলেট ফায়ার সার্ভিসের অপারেশন লিডার আজম খান।
উল্লেখ্য, বৃহস্পতিবার উপজেলার বিটাইটোকর গ্রামে ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, নুনু মিয়া ও তার ভাই ছুনু মিয়া একই নৌকাতে বর্শী দিয়ে মাছ ধরছিলেন। এসময় নৌকা থেকে পানিতে পড়লে তিনি নিখোঁজ হন।