প্রস্তুত হচ্ছে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০১৬, ৩:০৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সাজতে শুরু করেছে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার জন্য পুরোদমে প্রস্তুতির কাজ শুরু হয়েছে।
এ কাজে বিভিন্ন ক্যাটাগরির প্রায় ৩০ জন শ্রমিক নিয়োগ করা হয়েছে। তাদের তত্ত্বাবধান করছেন মহানগর গোয়েন্দা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তারা।
পূর্বপ্রান্তে মহিলাদের বসার জায়গা আলাদা করার কাজ প্রায় শেষ। বাঁশের বেড়া দিয়ে স্থানটিকে ইতিমধ্যে আলাদা করা হয়েছে।
এছাড়া রঙ মিস্ত্রিদের কাজও শুরু হয়েছে। চৌহাট্টা থেকে রিকাবিবাজারমুখী শহীদ ইয়ামিন সরনির রোড ডিভাইডার এবং রাস্তার বিভিন্ন খুঁটি তারা রঙিন করে তুলছেন।
আবার মাঠের পশ্চিম প্রান্তের হযরত শাহজালাল (রঃ) মাজারমুখী রাস্তাটিতেও তারা কাজ করছেন।
মাদ্রাসা মাঠ লেভেলিং করার কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে।
শ্রমিকদের তত্ত্ববধানে আছে স্পেশাল ব্রাঞ্চের উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম ও কনস্টেবল মোসলেম।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তারা জানান, পুরোদমে কাজ শুরু হয়েছে। প্রায় ৩০ জন শ্রমিক কাজ করছেন। কাজে লাগানোর আগে আমরা তাদের ছবি নিয়েছি, ভিডিও করেছি। প্রত্যেকের নাম ঠিকানাও রাখা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আমরা কোন ফাঁক রাখছিনা।
তারা জানালেন, এ ৩০ জন শ্রমিকের মধ্যে আছেন বাঁশ শ্রমিক ১০ জন, রঙ মিস্ত্রি ৮ জন, মাইক বসানোর কাজ করছেন ৬ জন, তাদের নির্দেশনা দিতে আছেন আরও ৩ জন কর্মকর্তা।
মূলমঞ্চের কাজ এখনো শুরু হয়নি। তবে আজ বিকেল বা আগামীকাল (বৃহস্পতিবার) সে কাজটিও শুরু হতে পারে।
এদিকে আলিয়া মাদ্রাসা মাঠের চারদিকে বিশাল বিশাল ব্যানার স্থাপনের কাজও শুরু হয়েগেছে। আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা দলীয় নেতৃবৃন্দের সাথে নিজের ছবি দিয়ে ব্যানার ফেস্টুন টানাতে শুরু করেছে।