ওসমানীতে বিমানবন্দরের একটি বিমান থেকে ৯ কেজি ওজনের স্বর্ণের ৮০ টি বার উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০১৬, ১১:০৬ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট ওসমানী বিমানবন্দর থেকে স্বর্ণের ৮০ টি বার উদ্ধার করেছে ইমিগ্রেশন পুলিশ। যার ওজন প্রায় ৯ কেজি ৩ শ’ গ্রাম। বুধবার সকাল সাড়ে ৬টায় মধ্যপ্রাচ্যের আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এই চালান আটক করা হয়।
বিমানের ভেতর সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় এই স্বর্ণ ফেলে রাখা ছিলো বলে জানান ওসমানী বিমানবন্দরের ইমিগ্রেশন শাখার সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন। স্বর্ণ উদ্ধার করা গেলেও কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা প্লেনের দু’টি সিটের নিচ থেকে কাগজে মোড়ানো ৯ কেজি ৩০০ গ্রাম সোনার বার উদ্ধার করেন।
ইমিগ্রেশন সূত্র জানায়, আবুধাবি থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি ২২৮) বুধবার ভোরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় বিমানের ভিতরে অভিযান চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয়।