এপেক্স ক্লাব অব বাংলাদেশ জেলা-৪ এর ২য় বোর্ড সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১০:০২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক সেবা ধর্মী সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশ জেলা-৪ ২য় বোর্ড সভা গত বৃহস্পতিবার সিলেট নগরীর জিন্দাবাজারস্থ অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। জেলা-৪ এর গভর্নর এপে: জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সঞ্চালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাও: বদরুল আলম। পরে উপস্থিত সবাইকে পরিচয় করিয়ে দেন এপে: এড. জয়ন্ত চন্দ্র ধর। জেলা-৪ এর উক্ত ২য় বোর্ড সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এল.জি, পি.এন.পি এডভোকেট আব্দুল খালিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বারের সভাপতি এডভোকেট এ.কে.এম সামিউল আলম, পিএনপি চন্দন দাশ, লাইফ মেম্বার এডভোকেট আব্দুল কুদ্দুস ও পিডিজি-৪, পিএনএসডি আক্তার হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন- এডভোকেট আতিকুর রহমান সাবু, এডভোকেট মাসুম আহমদ, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, ইফতেখার মনি, এমদাদুর রহমান, আদিল হোসেন, শাহেদুর রহমান, ডা: মনিরুজ্জামান, এডভোকেট কবির উদ্দিন বাবর, জসিম উদ্দিন, এডভোকেট আব্দুল খালিক, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, আব্দুল্লাহ্ আল-মামুন হীরা, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, এডভোকেট মোজাম্মিল আলী, আশিকুর রহমান, এহতেনান আহমদ খান, আব্দুল আজিজ, এডভোকেট বাবুল মিয়া, মাহবুবুর রহমান রুহেল, জিল্লুর রহমান, নাজমুল হুদা, আবু হানিফ তুহিন, সৌরভ, তাজুল ইসলাম, জবরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি