আওয়ামী লীগ নেতা সুফিয়ান চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১:০১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা পরিষদের সাবেক প্রশাসক, মরহুম আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের ১ম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (০৯ সেপ্টেম্বর)।
২০১৫ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে বাদ জুম’আ পরিবারের পক্ষ থেকে সাগরদিঘীরপাড়স্থ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য মরহুমের সহধর্মিনী মহিলা আওয়ামী লীগ নেত্রী নীনা চৌধুরী সবাইকে অনুরোধ জানিয়েছেন।
এদিকে, মরহুম আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। আগামী ১১ সেপ্টেম্বর (রবিবার) বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
স্মরণসভায় সবার উপস্থিতি কামনা করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।