সিলেটের উন্নয়নে সোচ্চার প্রবাসীরা: ৭ দফা দাবি, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২০, ৯:৪৪ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের উন্নয়নে সোচ্চার হয়েছেন বহির্বিশ্বে বসবাসরত সিলেট বিভাগের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সম্প্রতি নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়ে নেতৃবৃন্দ সিলেটের উন্নয়নে ৭ দফা দাবি জানিয়েছেন।
প্রবাসীদের দাবির মধ্যে রয়েছে- ৬টি বোর্ডিং ব্রিজ ও শপিং মলসহ আন্তর্জাতিক মানসম্পন্ন টার্মিনাল নির্মাণ করে ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা, প্রবাসীদের স্বার্থে ওসমানী বিমানবন্দরের উভয় পাশে গুরুত্বপূর্ণ দুটি বাইপাস নির্মাণ করা, সিলেট-ঢাকা মহাসড়ক চারলেন দ্রুত নির্মাণ, স্বপ্নের সুনামগঞ্জ-নেত্রকোনা সড়ক, সিলেট-আখাউড়া ডাবল রেললাইন দ্রুত নির্মাণ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ দ্রুত সম্পন্ন করা এবং সিলেট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।
স্মারকলিপির শুরুতে ‘দিন বদলের রাজনীতি ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন সংস্কৃতির সূচনা’ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে দেশে ও প্রবাসের সর্বত্র সিলেটবাসীর ভূমিকা ছিল অগ্রগণ্য। যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধকে সংগঠিত করতে কাজী শামসউদ্দীনের ভূমিকার কথা মুক্তিযুদ্ধ ও প্রবাসীদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে প্রায় ৩০ লাখ সিলেটি অবস্থান করছেন, যারা দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার বড় যোগানদাতা। গতবারের নির্বাচনে বৃহত্তর সিলেটের ১৯টি আসনের মধ্যে ১৭টি আসনই পেয়েছে আওয়ামী লীগ তথা মহাজোট। এই হিসেবে সিলেটবাসীর চাওয়া-পাওয়া ও প্রত্যাশা সরকারের কাছে ব্যাপক।’ এই হিসেবে এক কোটি বৃহত্তর সিলেটবাসীর দীর্ঘদিনের দাবিগুলোর প্রতি সদয় দৃষ্টি দিতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তারা।
স্মারকলিপিতে সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করে সিলেট বিভাগের লাখ লাখ প্রবাসীদের স্বার্থে জরুরি ভিত্তিতে বরাদ্দকৃত ৬টি বোর্ডিং ব্রিজ ও শপিং মলসহ আন্তর্জাতিক মানসম্পন্ন টার্মিনাল নির্মাণ এবং সকল প্রকার অত্যাধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এছাড়া প্রবাসীদের স্বার্থে এয়ারপোর্টের উভয় পাশে গুরুত্বপূর্ণ ২টি বাইপাস নির্মাণ করার দাবি জানানো হয়। এতে বলা হয়- এয়ারপোর্টের পূর্ব দিকে সাহেব বাজার হয়ে জাকারিয়া সিটির পাশ দিয়ে সুরমা গেইট ভায়া সিলেট জাফলং রাস্তা পর্যন্ত চার লেনের নতুন একটি বাইপাস নির্মাণ হলে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, বড়লেখা, কানাইঘাট, জৈন্তাপুর ও গোয়াইনঘাটের প্রবাসীরা আম্বরখানার ভয়াবহ যানজট এড়িয়ে এ বিকল্প পথ দিয়ে যার যার গন্তব্যে দ্রুত যাতায়াত করতে পারবেন। পাশাপাশি এয়ারপোর্ট থেকে বাদাঘাট তেমুখী পর্যন্ত ৬ লেনের সড়ক নির্মাণ কাজ দ্রুত শেষ হলে মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার সকল উপজেলার প্রবাসীরা আম্বরখানার ট্রাফিক জ্যাম এরিয়ে উক্ত বাইপাস দিয়ে দ্রুত সময়ে চলে যাবেন।
অতি দ্রুত সিলেট-ঢাকা মহাসড়ককে চার লেন নির্মাণের দাবি জানিয়ে প্রবাসীরা বলেন, ‘ আমরা সিলেটবাসী মনেপ্রাণে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন কামনা করছি।’ প্রবাসীরা বলেন, স্বপ্নের সুনামগঞ্জ-নেত্রকোনা সড়কের মধ্যে ১২ কিলোমিটার উড়াল সড়কসহ উক্ত সড়কটি চারলেনে বর্তমান সরকারের মেয়াদকালে দ্রুত বাস্তবায়ন করলে বদলে যাবে সিলেট বিভাগসহ পুরো ময়মনসিংহের চেহারা। স্থাপিত হবে একটি আধুনিক যোগাযোগ নেটওয়ার্ক।
সিলেট-আখাউড়া ডাবল রেললাইন দ্রুত নির্মাণের দাবি জানিয়ে প্রবাসীরা বলেন, ‘যেভাবে ঢাকা-আখাউড়া হয়ে চট্টগ্রাম পর্যন্ত ডাবল রেললাইন নির্মিত হয়েছে সেভাবে ডুয়েল গেজসহ সিলেট-আখাউড়া ডাবল রেল লাইন চাই। পাশাপাশি রেল লাইনকে আধুনিকীকরণ ও হাইড্রলিক ট্রেন চাই। সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ কাজ দ্রুত শুরু হোক। সিলেট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে প্রবাসীরা বলেন, ‘বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট ও ডুয়েট নামে দেশে যে ৫টি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় রয়েছে, সঙ্গত কারণেই দেশের তৃতীয় গুরুত্বপূর্ণ সিলেট বিভাগীয় নগরীতে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা আমাদের ন্যায্য অধিকার।’
৭ দফা দাবি জানানো সংগঠনগুলো হলো- জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক, জালালাবাদ এসোসিয়েশন মিশিগান, জালালাবাদ এসোসিয়েশন ক্যালিফোর্নিয়া, জালালাবাদ এসোসিয়েশন, টরন্টো জালালাবাদ এসোসিয়েশন, ব্রাজিল জালালাবাদ এসোসিয়েশন, আর্জেন্টিনা জালালাবাদ এসোসিয়েশন, ব্রিটেন বৃহত্তর জালালাবাদ এসোসিয়েশন স্পেন, জালালাবাদ এসোসিয়েশন সুইডেন, জালালাবাদ এসোসিয়েশন ইতালি, জালালাবাদ কল্যাণ সংঘ রোম-ইতালি, জালালাবাদ এসোসিয়েশন পর্তুগাল, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স, জালালাবাদ এসোসিয়েশন অস্ট্রিয়া, জালালাবাদ এসোসিয়েশন অস্ট্রেলিয়া, জালালাবাদ এসোসিয়েশন মালয়েশিয়া, জালালাবাদ এসোসিয়েশন রিয়াদ, জালালাবাদ এসোসিয়েশন মিসর, জালালাবাদ এসোসিয়েশন কুয়েত, জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন, জালালাবাদ এসোসিয়েশন কাতার, জালালাবাদ প্রবাসী কল্যাণ সমিতি সিলেট, বিভিন্ন দেশে সামাজিক সংগঠন, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ইউকে, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নিউইয়র্ক, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ যুক্তরাষ্ট্র ইন্ক, সিলেট ডিভিশন ইন কুইবেক কানাডা, গ্রেটার সিলেট এসোসিয়েশন জার্মান, শাহজালাল ফেডারেশন গ্রীক, বৃহত্তর সিলেট ফ্রেন্ডশিপ সোসাইটি আয়ারল্যান্ড, গ্রেটার সিলেট কাউন্সিল ফ্রান্স, সিলেট বিভাগ সমাজকল্যাণ সমিতি বেলজিয়াম, সিলেট ডিভিশন সিটিজেন ফোরাম অব কেপটাউন দক্ষিণ আফ্রিকা, বৃহত্তর সিলেট সমিতি জেদ্দা, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ দুবাই, সিলেট কমিউনিটি ব্রুনাই, শাহজালাল প্রবাসী সংগঠন লেবানন, সিলেট বিভাগ গণদাবী ফোরাম সিলেট, সিলেট উন্নয়ন পরিষদ, সিলেট চেম্বার অব কমার্স, সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, নিউইয়র্কের সাপ্তাহিক ঠিকানা সম্পাদক, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক, সাপ্তাহিক প্রথম আলো আবাসিক সম্পাদক মাসিক সমীক্ষা (সমীক্ষা সম্পাদক), মাসিক দাওয়াত সম্পাদক সিলেট সদর এসোসিয়েশন, সিলেট সদর সমিতি, ওসমানীনগর সমিতি, বালাগঞ্জ ওসমানীনগর সমিতি, বালাগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি, দক্ষিণ সুরমা সমিতি, ফেঞ্জুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন, বিয়ানীবাজার সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিশ্বনাথ সমিতি, গোলাপগঞ্জ সোসাইটি অব নিউইয়র্ক জকিগঞ্জ সমিতি, জৈন্তাপুর সমিতি, বৃহত্তর জৈন্তা ফাউন্ডেশন, কানাইঘাট ওয়েলফেয়ার সোসাইটি, সিলেট এমসি সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশন, ইউনাইটেড মৌলভীবাজার, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব আমেরিকা, রাজনগর এসোসিয়েশন, কমলগঞ্জ সোসাইটি, শ্রীমঙ্গল এসোসিয়েশন, কুলাউড়া এসোসিয়েশন, বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতি অব ইউএসএ ইনক, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি, হবিগঞ্জ জেলা সমিতি ইউএসএ, হবিগঞ্জ জেলা সোসাইটি, হবিগঞ্জ সদর সমিতি, মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ, চুনারুঘাট এসোসিয়েশন অব ইউএসএ ইনক, নবীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি, বৃন্দাবন এলামনাই এসোসিয়েশন, সুনামগঞ্জ জেলা সমিতি, সুনামগঞ্জ সোসাইটি, ছাতক সমিতি ও গ্রেটার ছাতক সোসাইটি।