নির্যাতিত-বঞ্চিতদের পক্ষে কথা বলার জন্য প্রার্থী হয়েছি: হুছামুদ্দিন চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৩, ৮:১৪ অপরাহ্ণ
সিলেট-৫ আসনে দ্বাদশ জাতীয় সংসদ সির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আঞ্জুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দিন চৌধুরী বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক রাজনৈতিক দল অংশ নিচ্ছে না, ঐসব দলের নির্যাতিত নেতৃবৃন্দ এবং অধিকার ও সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে সংসদে কথা বলার জন্য স্বতন্ত্র প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে মাদরাসা শিক্ষার স্বকিয়তা রক্ষাসহ পাঠ্যপুস্তক থেকে ইসলাম বিরোধী বিষয়াদি দুরীকরণে সাহসী ভূমিকা পালন করবো।
সোমবার দুপুরে জকিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আনজুমানে আলইসলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস ছবুর, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, মাওলানা ছালিক আহমদ, ফারহাদ আহমদ রেদাসহ দলীয় নেতৃবৃন্দ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুসাম উদ্দিন চৌধুরী বলেন, জাতীয় সংসদ হল দাবী আদায়ের সর্বোচ্চ ফোরাম। সেখানে যে কোনো কথা বললে, তা সহজে সরকার ও জাতির কাছে পৌছে যায়। তাই সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করে দলীয় নেতাকর্মীও আল্লামা ফুলতলীর ভক্ত-মুরিদানের মতামত নিয়েই নির্বাচনে প্রার্থী হয়েছি। সুষ্টু নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশা ব্যক্ত করে হুসাম উদ্দিন চৌধুরী প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রতিযোগিতার মনোভাব বজায় রেখে সকল পক্ষকে শান্তি শৃংখলা ও উৎসবমূখর নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহবান জানান।
সাংবাদিকদের প্রশ্লের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই আমাকে সংসদে যাওয়ার আহবান জানিয়ে আসছেন। তিনি আরোও বলেন, কোন রাজনৈতিক দলের হয়ে নির্বাচিত হলে একাত্তর বিধি অনুযায়ী দলীয় সিন্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেয়া যায় না, তাই স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হয়ে সর্বস্থরের মানুষের প্রতিনিধিত্ব করতে চাই। স্থানীয় উন্নয়নের ব্যাপারে সকল প্রকার বৈষম্য ও আঞ্চলিকতার উর্ধ্বে থেকে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে বিগত দিনের মতো সুখে দুঃখে মানুষের পাশে থাকবো।