এমসি কলেজের ছাত্রাবাসের পেছন থেকে ম র দে হ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৩, ১২:১৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজ :: সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসের পেছন থেকে এক ব্যক্তির খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ১১টার দিকে এ লাশ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার রাতে কলেজের শ্রীকান্ত ছাত্রাবাসের পেছনে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে রাত ১১টার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেসন (পিবিআই) সদস্যরা সেখানে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেন। সেখানে থাকা নর্দমা থেকে এক ব্যক্তির খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমসি কলেজের পাশের নর্দমার পাড়ে কে বা কারা দুটি বস্তা ফেলে যায়। পরে সেখান থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেওয়া হয়।
সিলেট মহানগর পুলিশের কমিশনার আজবাহার আলী শেখ জানান, স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ দুটি বস্তাভর্তি খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।