গণধর্ষণের শিকার কিশোরী
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৩, ৭:২৭ অপরাহ্ণ
সিলেটে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে এসে গণধর্ষণের শিকার হয়েছে ১৪ বছরের এক কিশোরী। সোমবার (১১ ডিসেম্বর) সকালে তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যার পর নগরের উপকন্ঠ পীরেরবাজারের বাড়ি থেকে বাবা-মায়ের সঙ্গে অভিযান করে বেরিয়ে আসে ওই কিশোরী। সে পাশ্ববর্তী পরগনা বাজার সংলগ্ন খুনীরচক এলাকায় পৌছামাত্র চার যুবকের খপ্পরে পড়ে কিশোরিটি। যুবকরা তাকে উঠিয়ে নির্জন স্থানে নিয়ে রাতভর ধর্ষণ করে। সকালে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ওসিসিতে ভর্তি করান।
স্থানীয়রা জানান, রাসেল, আরিফ, স্বপন ও আরো এক যুবক মিলে ওই তরুনীকে রাতভর গণধর্ষণ করে। সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় মাতব্বররা ঘটনাটি আপোষে রফার চেষ্টা চালান। গণধর্ষণের ঘটনাটি শুনে শাহপরান থানার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু আপোষ রফাকারীরা ঘটনাটি ব্যাহত করতে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেন।
সিলেট মেট্টোপলিটন পুলিশের শাহপরাণ থানার ওসি-তদন্ত ইন্দ্রনীল ভট্রাচার্য নতুন সিলেট-কে এ তথ্য নিশ্চিত করে বলেন, এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। তবে গণধর্ষণের ঘটনা কিনা, তা ঘটনাস্থল পরিদর্শনকারী ফাঁড়ির ইনচার্জ বলতে পারবেন। অবশ্য এ ঘটনায় জড়িতদের কাউকে এখনো গ্রেফতার করা যায়নি। খুব শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।