বড়লেখায় নিষেধাজ্ঞা অমান্য করায় ২২ জনকে অর্থদন্ড
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২০, ৩:১১ অপরাহ্ণ
স্বপন দেব ও সালিকুর রহমান:
মৌলভীবাজারের বড়লেখায় নিষেধাজ্ঞা অমান্য করে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে এসে ঘোরাফেরার অপরাধে ২২ ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অভিযান চালায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। বড়লেখা পৌরসভা, কাননগোবাজার ও দাসেরবাজার এলাকায় যৌথ বাহিনীর অভিযানের সময় তাদের জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।
করোনাভাইরাসের বিস্তার রোধে প্রশাসন এখন কঠোর অবস্থান নিয়েছে। সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে জনসাধারণকে অকারণে হাটবাজারে ঘোরাফেরা না করার জন্য প্রচারণা চালিয়ে আসছিল। এরপরও কোনো কারণ ছাড়া হাটবাজার ও সড়কে ঘোরাফেরা করার কারণে ২২ ব্যক্তিকে মোট ১৫ হাজার ৬০০শত টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এদের মধ্যে বড়লেখা পৌরসভা এলাকায় ১ জন সেলুন মালিককে এক হাজার ও ফার্নিচারের তিন দোকানীর প্রত্যেককে ৩ হাজার টাকাসহ ১৪ জনকে অর্থদন্ড, দাসেরবাজার বাজার ইউনিয়নের দাসেরবাজারে ৫ জন ও তালিমপুর ইউনিয়নের কাননগোবাজারে ৩ জনকে অর্থদন্ড দেওয়া হয়।
দন্ডিতরা নিষেধাজ্ঞা অমান্য করে ঘোরাফেরা করছিলেন। কেউই ঘোরাফেরা করার কোনো যৌক্তিক কারণ জানাতে পারেনি।
অভিযানের সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন, সিলেট সেনানিবাসের অধীনস্থ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট নাজমুস সাকিব, বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) কৃষ্ণমোহন দেবনাথ।
বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ প্রতিদিন জনসাধারণকে সচেতন করতে কাজ করছে। মাইকিং হচ্ছে। অযথা ঘোরাফেরা না করতে আহবান করা হচ্ছে। তারপরও মানুষ নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে বের হচ্ছেন। কোনো কারণ ছাড়া বের হওয়ায় ২২ জনকে অর্থদন্ড দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’