দিরাইয়ে বেপরোয়া মোটর সাইকেল কেড়ে নিল ষাটোর্ধ বৃদ্ধের প্রাণ
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের পার্শ্ববর্তী রাস্তায় বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল ষাটোর্ধ বৃদ্ধের প্রাণ।
মঙ্গলবার দুপুর ১টার দিকে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত বৃদ্ধের তৎক্ষনাৎ পরিচয় না পাওয়া গেলেও গ্রামের লোকজন স্বদ্যোগে প্রাথমিক চিকিৎসার জন্য আকিলশাহ বাজারে নিয়ে যান। অবস্থা অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য মার্কুলি বাজারে নিয়ে গেলে তিনি মারা যান।
পরে তার পরিচয় পাওয়া গেলে তার নাম ইসমাইল মিয়া ও তিনি নবীগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
বেপরোয়া মোটরসাইকেল চালক নাজু মিয়া তেতৈয়া গ্রামের সাবাজ মিয়া ছেলে।