মাতৃভাষা দিবস উপলক্ষ্যে খাজাঞ্চি সিরাতুন্নবী সা. পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৮ অপরাহ্ণ
বিশ্বনাথ প্রতিনিধি:
বাংলাভাষা আমাদের ইতিহাস ঐতিহ্যের প্রতিক, রাষ্ট্রভাষা বাংলার দাবীতে সেদিন যদি আমাদের টগবগে জোয়ান তথা আপামর বাঙালী শক্ত হাতে হাল না ধরতো, তাহলে হয়তো মায়ের মুখের সুমধুর এই ভাষা কোন নীল নকশাকারীদের হাতে দাফন হয়ে যেতো। তাই এই মহান মাতৃভাষার গৌরবোজ্জ্বল স্মৃতি সারা বছর বাঁচিয়ে রাখতে হবে, এবং ভাষা শহীদদের জীবন ও কর্ম অনুপ্রেরণার হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে। বিশ্বনাথ উপজেলার সিরাতুন্নবী সা. পরিষদ খাজাঞ্চি ইউনিয়নের উদ্যোগে-আয়োজিত মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
আজ ৮ই ফাল্গুন (২১শে ফেব্রুয়ারি) বিকেল ৩ঘটিকায় মহান মাতৃভাষা দিবস উপলক্ষ্যে-অনুষ্ঠিত সভায় পরিষদের সভাপতি মাওলানা জামাল আহমদের সভাপতিত্বে, সম্পাদক রফিক আহমদ এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আব্বাসিয়া কৌড়িয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সাইফুল ইসলাম সাইফী।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি হাফিজ আজর আলী, পরিষদের সহ-সম্পাদক নিজাম উদ্দিন সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য হাফিজ রুম্মান, ইব্রাহিম আলী, মাওলানা আব্দুল আহাদ নোমান, কয়েছ আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে আগামী ২৭মার্চ শায়েখ কৌড়িয়া, শায়েখ হবিগঞ্জী ও শায়েখ মইজপুরীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনার সিদ্ধান্ত হয়, এবং ভাষা শহীদদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করেন বিশ্বনাথ মাদানিয়া মাদরাসার সাবেক শায়খুল হাদিস মাওলানা আব্দুস সোবহান ।