সিলেট-২ আসনে বিপুল ভোটে জয়ের পথে শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ৭:০২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
সারা দেশের ন্যায় সিলেটেও রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত এগিয়ে রয়েছে নৌকার প্রার্থী শফিকুর রহমান শফিক।
এখন পর্যন্ত প্রাপ্ত সকল কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন তিনি।
সিলেট-৩ আসনে প্রার্থী ছিলেন ৭ জন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী (নৌকা), গণফোরামের প্রার্থী ও বর্তমান এমপি মোকাব্বির খান (উদীয়মান সূর্য), বিশ্বনাথ পৌরমেয়র স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান (ট্রাক), জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী (লাঙ্গল), তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো. জহির (ডাব) এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. মনোয়ার হোসাইন (আম)।
তবে রবিবার দুপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ান এ আসনের ৪ জন। তারা হলেন- গণফোরামের প্রার্থী ও বর্তমান এমপি মোকাব্বির খান (উদীয়মান সূর্য), বিশ্বনাথ পৌরমেয়র স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান (ট্রাক), জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়া (লাঙ্গল) এবং তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব (সোনালী আঁশ)।
রবিবার দুপর দেড়টায় ওসমানীনগরের গোয়ালাবাজারস্থ একটি রেস্টুরেন্টে প্রেস ব্রিফিং করে এ ৪ জন নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এসময় মোকাব্বির খান, মুহিবুর রহমান, ইয়াহইয়া চৌধুরী এহিয়া ও আব্দুর রব নিজেদের বক্তব্যে বলেন- সিলেট-২ আসনজুড়ে মোটেই ভোটের সুষ্ঠু পরিবেশ নেই। নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের এজেন্টদের মারধরসহ হুমকি-ধমকি প্রদান করছেন। যার ফলে আমরা ভোট বর্জন করতে বাধ্য হচ্ছি।
তারা আরও বলেন- প্রধানমন্ত্রী ও ইলেকশন কমিশনের আশ্বাসে বিশ্বাস করে আমরা প্রার্থী হয়েছিলাম। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশন নেই। যেন আগে থেকেই সব কিছু পরিকল্পনা করে করা হচ্ছে। এমন নির্বাচনে লড়ে লাভ নেই।
ভোট বর্জনের বিষয়টি পরে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে লিখিত আকারে দেন এই ৪ প্রার্থী।