শ্রীমঙ্গলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
মৌলভীবাজরের শ্রীমঙ্গলে উপজেলার পশ্চিম লইয়ারকুল গ্রাম থেকে ৩২ কেজি গাঁজাসহ জয়নাল মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় তাকে আটক করা হয়। আটককৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৮০ হাজার।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক বলেন, জয়নাল একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা রয়েছে।