বাংলা প্রেসক্লাব মিশিগানের নতুন কমিটি: সভাপতি শামীম, সাধারণ সম্পাদক আশিক
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৪, ৩:৪০ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলা প্রেসক্লাব মিশিগানের নতুন কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১২ মে) মিশিগানের ওয়ারেন সিটিতে অনুষ্ঠিত বাংলা প্রেসক্লাব মিশিগানের সভায় খোয়াই সম্পাদক শামীম আহছানকে সভাপতি, ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি আশিক রহমানকে সাধারণ সম্পাদক এবং বাংলাভিশন টিভির সাহেল আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি করা হয়।
সংগঠনের বিদায়ী সভাপতি সুপ্রভাত মিশিগানের সম্পাদক চিন্ময় আচার্যীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরটিভি প্রতিনিধি কামারুজ্জামান হেলালের পরিচালনায় কন্ঠভোটে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
এতে কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে এনটিভি প্রতিনিধি সেলিম আহমদ ও সহ-সভাপতি মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে টিবিএন টুয়েন্টিফোর প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল, কোষাধ্যক্ষ পদে দৈনিক জালালাবাদের সোলায়মান আল মাহমুদ এবং প্রচার সম্পাদক পদে মাহফুজুর রহমান শাহীনের নাম ঘোষণা করা হয়।
এছাড়া ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সৈয়দ শাহেদুল হক, চিন্ময় আচার্যী, কামরুজ্জামান হেলাল, মুজিবুর রহমান শাহীন এবং মৃদুল কান্তি সরকার।
তাছাড়া সংগঠনটির সদস্যদের মধ্যে রয়েছেন সৈয়দ আসাদুজ্জামান সোহান, দেওয়ান কাওসার, রফিকুল হাসান চৌধুরী তুহিন ও তাসনিয়া তাবাসসুম আলভী।