গরমে পুড়ছে সিলেট: বছরের সর্বোচ্চ তাপমাত্রায় একজনের প্রাণহানি
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৪, ৪:৫৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
সারা দেশের মতো সিলেটেও গত কয়েক দিনে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে ওঠেছে জনজীবন। প্রখর রোদ ও ভ্যাপসা গরম একদিকে নগরজীবনে ভোগান্তি বাড়াচ্ছে।
সিলেটে ৩ দিন ধরে ধারাবাহিকভাবে বাড়ছিলো তাপমাত্রা। আজ বৃহস্পতিবার (১৬ মে) সেটি চলতি বছরের রেকর্ড ভঙ্গ করেছে।
বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে আজ সিলেট।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বিকাল সোয়া ৩টার দিকে জানান- বিকাল ৩ টায়
সিলেটে রেকর্ডকৃত তাপমাত্রা ছিলো ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা এই বছরের মধ্যে সর্বোচ্চ।
গত ৩-৪ দিন ঘরে প্রখর রোদ আর অসহ্য গরমে সীমাহীন দুর্ভোগে
সিলেটের জনজীবন। প্রচণ্ড গরমের মধ্যে কেউ মাথায় ছাতা দিয়ে পথ চলেছেন, কেউ আবার প্রখর রোদের মধ্যে জীবিকার তাগিদে ছুটেছেন। এই গরমে বেশি ভোগান্তিতে পড়েছেন ঘরের বাইরে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।রিকশাচালক রহিম উদ্দিন বলেন, ‘গরম হঠাৎ করে বেড়ে গেছে। তীব্র গরমে রিকশা চালাতে কষ্ট হচ্ছে। কিন্তু রিকশা না চালালে খাব কী? এক ট্রিপ দিয়েই ছায়ায় বসে কিছুক্ষণ বিশ্রাম করছি।’
আজ বৃহস্পতিবার দুপুরে তীব্র গরমে সিলেট মহানগরের জিন্দাবাজারে এক যুবক মাথা ঘুরে পড়ে মৃত্যুবরণ করেছেন। মো. শফিকুল ইসলাম (৩৫) নামের এই যুবক মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নয়াগ্রামের আবু আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, জিন্দাবাজারস্থ সিটি শপিং মল সিটি সেন্টারের সামনে দুপুর ১২টার দিকে আনুমানিক শফিকুল ইসলাম মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে সিটি সেন্টারের নিরাপত্তাকর্মী ও কয়েকজন ব্যবসায়ী শপিং মলের ভেতরে নিয়ে যান এবং পানি পান করান। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।