সিলেটে প্রচন্ড গরমে ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৪, ৪:২৪ অপরাহ্ণ
সিলেটে হঠাৎ মাথা ঘুরে রাস্তায় পড়ে এক শেয়ার ব্যবসায়ী মারা গেছেন। বৃহস্পতিবার (১৬মে) দুপুরে নগরীর জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম মো.শফিকুল ইসলাম (৩৫)। তিনি মৌলভীবাজারের জুড়ী উপজেলার নয়াগ্রাম এলাকার আবু আহমেদের ছেলে।
মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই মো.জহিরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, জিন্দাবাজারস্থ সিটি শপিং মল সিটি সেন্টারের সামনে দুপুর ১২টার দিকে আনুমানিক শফিকুল ইসলাম মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে সিটি সেন্টারের নিরাপত্তাকর্মী ও কয়েকজন ব্যবসায়ী শপিং মলের ভেতরে নিয়ে যান এবং পানি পান করান। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত শফিকুলের ভাই জহিরুল ইসলাম বলেন, আমার ভাই শেয়ার বাজারে ব্যবসা করতো। সিটি সেন্টারে শেয়ার মার্কেটের অফিসে আসছিল। কিন্তু মার্কেটে প্রবেশের আগেই সে মাথা ঘুরিয়ে পড়ে মারা যায়। দাফনের জন্য তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। পরে মৃতের ভাই জহিরুল ইসলামকে খবর দেওয়া হয়। স্বজনরা হাসপাতালে উপস্থিত হলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এব্যাপারে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা.সৌমিত্র চক্রবর্তী বলেন, হাটা অবস্থায় কেউ পড়ে মারা গেলে তাকে হিটস্ট্রোক বলা যাবে না। ওই লোক মাথা ঘুরিয়ে পড়ে মারা গেছেন।