বালাগঞ্জে শ্রীকৃষ্ণের জম্মষ্টমী উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্টানের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৭, ৯:০৩ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জের ইউএনও প্রদীপ সিংহ বলেছেন, সরকার সকল ধর্মের ধর্মীয় কার্যক্রম করতে সকল ধরনের সহযোগীতা করে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট থাকাতে সকলের সহযোগীতা প্রয়োজন। আসুন সবাই নিজ নিজ ধর্মীয় অনুশাসনের মধ্য চলি। তিনি গত ১৪ আগষ্ট বালাগঞ্জে শ্রীকৃষ্ণের জম্মাষ্টমী তিন ব্যপীর উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। বালাগঞ্জ সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কতৃক আয়োজিত সকাল ১০ টায় বাজারস্থ শ্রীশ্রী গোপীনাথ জিউর আশ্রমে উদযাপন কমিটির সভাপতি শান্তিব্রত চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক রজত দাস ভুলনের পরিচালনায় বক্তব্য রাখেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দিন, পূর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ হিন্দুবৌদ্ব খ্রীষ্টান ঐক্যপরিষদের সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল সহ উদযাপন কমিটির নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি আনুষ্টানিক ভাবে শুভ উদ্বোধন করেন। পরে অনাদির-আদি পরেমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত আনন্দময় বর্ণাঢ্য নগর শোভাযাত্রাটি শ্রী শ্রী গোপীনাথ জিউর আশ্রম থেকে শুরু করে হাসপাতাল রোড হয়ে শ্রী শ্রী গোপাল জিউর হয়ে পশ্চিমবাজার, বাসষ্টেশন, নবীনগর, চানপুর হয়ে শ্রী শ্রী মদন মোহন জিউর আশ্রম হয়ে গোপীনাথ আশ্রমে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলা পুজা পরিষদ, হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদ, জাতীয় হিন্দু মহাজোট,বালাগঞ্জ সৎসঙ্গ সংঘ, ছাত্রযুব ঐক্য পরিষদ,সনাতন সংঘ, রাধা সুদর্শন সংঘ, রাধাকোনা, সত্যপুর, ইলাশপুর, আদিত্যপুর, হাড়িয়ারগাও, আতাসন, তেঘরিয়া, চরভুতা, বিতুনীয়া থেকে ব্যপক ভক্তের সমাগম ঘটে। পরে প্রসাদ বিতরন সহ বিভিন্ন প্রতিযোগীতায় প্রতিযোগীরা অংশ নেয়।