সিলেটে বাসা থেকে নাট্যকর্মীর মোটরসাইকেল চুরি
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০১৭, ৯:০২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
নগরীর সাগরদিঘীরপাড় এলাকার বাসা থেকে নাট্যকর্মী ও শিল্পী অরূপ বাউলের (অরূপ কান্তি দাশ) মোটরসাইকেল (সিলেট হ-১২-২৬৫১) চুরি হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়রি করেছেন অরূপ।
নাট্যসংগঠন নগরনাট’র আহ্বায়ক অরূপ থানায় দায়ের করা সাধারণ ডায়রিতে উল্লেখ করেন, শনিবার রাতে বাসার গ্যারেজে নিজের মোটরসাইকেলটি রেখে তিনি ঘুমাতে যান। রোববার ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান মোটর সাইকেলটি নেই। এরপর অনেক খোঁজাখুজি করেও মোটরসাইকেলটির সন্ধান পাই নি।
সাধারণ ডায়রি দায়েরের কথা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল হোসেন বলেন, মোটরসাইকেলটি উদ্ধারে চেষ্টা চলছে।