সিলেটে জাতীয় পর্যায়ে ছায়া জাতিসংঘ অধিবেশন
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৭, ১১:১৩ অপরাহ্ণ
![](https://surmanews24.com/files/uploads/2017/03/IMG-20170322-WA0002.jpg)
আগামি ৬ই এপ্রিল থেকে ৯ই এপ্রিল ২০১৭, বাংলাদেশের ৩৫ টির অধিক শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড এসোসিয়েশন আয়োজন করতে যাচ্ছে এই অধিবেশন।
এই অধিবেশন স্ট্রেটেজিক পার্টনার হিসেবে ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশন এসোসিয়েশন এবং ইউনাইটেড ন্যাশন ইয়োথ এন্ড স্টুডেন্ট এসোসিয়েশন ওব বাংলাদেশ (UNYSAB)।
স্টুডেন্ট লিডিং ইউনিভার্সিটি সিলেট