সিলেটে গাড়ি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি : চেয়ারম্যান হাকিম ও সাংবাদিক মতিন আহত
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০১৭, ১১:০৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটে কাজ শেষে গোয়াইনঘাটে ফেরার পথে গোয়াইনঘাট-সালুটিকর সড়কে ধামাইর এলাকাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌণে ১২ টার দিকে গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যানে গাড়ি আটকিয়ে এ ডাকাতির ঘটনা ঘটায় একদল ডাকাত। আহতদের মধ্যে গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মতিনের অবস্থা আশঙ্কাজনক।
অন্য আহতরা হলেন গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী এবং গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন। এসময় চেয়ারম্যান হাকিমের গাড়ির চালককেও আহত করে ডাকাতরা।
ডাকাতরা যাত্রীদের সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।