সিলেটে ভারতীয় তীর খেলা থেকে ১৬ জন আটক: অত:পর কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০১৬, ৯:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট নগরীর কাজির বাজারে ভারতীয় তীর খেলার জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে র্যাব-৯। আটক ১৬ জনের প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় সেখান থেকে সর্বমোট ২ লক্ষ ৪৩ হাজার ৯ শত ৫০ টাকা আটক করে র্যাব।
সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর পশ্চিম কাজির বাজারের মাছের আড়তসংলগ্ন এলাকায় র্যাবের ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়।
আটককৃতরা হলেন, সিলেট সদর উপজেলার কাজীরগাওঁয়ের ফয়জুর রহমানের পুত্র মন্জু মিয়া (৩৭), দক্ষিণ সুরমার পাঠানপাড়ার গেদন মিয়ার পুত্র শুভ (২০), জৈন্তাপুরের হেলিরামের জুয়েল আহমদ (২০), শিবগঞ্জ লামাপাড়ার মকবুল হোসেন মখা মিয়ার পুত্র রনি (২০), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবিগন্জের মো. শাহীন, নগরীর কলাপাড়ার জামাল হোসেনের পুত্র নুরুল ইসলাম (২৫), কাজীর বাজারের আব্দুর রশীদ মিয়ার পুত্র সুমন (২৮), কাজীর বাজারের জীবন মিয়ার পুত্র রুবেল (২৩), ঘাশিটুলার নাজির মিয়ার পুত্র রিপন (৩৫), কাজিরবাজারের আজগর আলীর পুত্র মো.রকি (১৮), টুকেরবাজারের জাঙ্গাইলের আজাদ আলীর পুত্র মনসুর আহমেদ (৩০), দোয়ারাবাজার উপজেলার উরুরগাওঁয়ের মৃত নোয়াব আলীর পুত্র মো.আলী (৫০), কাজীর বাজারের হারিছ আলীর পুত্র দুলাল আহমদ (৫০), মাসুকবাজারের পূর্ব দর্শানোর গ্রামের আমির উল্লাহর পুত্র আব্দুল হান্নান (৫০), হেতিমগন্জের মানিক মিয়ার পুত্র আতিক মিয়া (২৬) ও লামাকাজির বাবুল মিয়ার পুত্র মাসুম মিয়া (১৮)।
র্যাব ৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃতদের প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। এ অভিযানে নেতৃতব দেন র্যাব-৯ এর এএসপি পংকজ কুমার দে ও সুজন চন্দ্র সরকার।
এ সময় র্যাব ৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সাংবাদিকদের বলেন, ভারতীয় তীর খেলা নামে এক ধরণের খেলার কারণে প্রতিদিনই কয়েক হাজার মানুষ নিঃস্ব হচ্ছে। সিলেট থেকে কোটি কোটি টাকা পাচার হচ্ছে। নেপথ্যে থেকে এই জুয়ার আসর যারা পরিচালনা করছে তারা খুবই প্রভাবশালী। এদেরকে ধরতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।