জগন্নাথপুরে নৌকাডুবিতে স্কুল ছাত্রীর মৃত্যু: শোকসভাসহ বিভিন্ন কর্মসুচী পালন
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০১৬, ১০:০৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
জগন্নাথপুর উপজেলার ষড়পল্লী স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেনীর ছাত্রী শাহ সুমি বেগমের মৃত্যুতে রোববার(০৪ ডিসেম্বর) শোকসভাসহ বিভিন্ন কর্মসুচী পালিত হয়েছে।
ষড়পল্লী স্কুল এন্ড কলেজের উদ্যোগে সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু খালেদের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আবু কওছরসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়া গতকালকের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ষড়পল্লী স্কুল এন্ড কলেজ’ পরিচালনা কমিটির সভাপতি আবু কওছর জানান, সুমি বেগমের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তার মৃত্যুতে গতকালকের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া, এছাড়া কালো পতাকা উত্তোলন, বুকে কালো ব্যাচ ধারন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই বাজারের নিকটবর্তী আলুকালি নদীতে শনিবার খেয়ানৌকা ডুবে দাওরাই গ্রামের বাসিন্দা শাহ আলতা মিয়ার মেয়ে শাহ সুমি বেগম পানিতে নিখোঁজ হন। প্রায় ৯ ঘন্টা অভিযানের পর তার মরদেহ উদ্ধার করা হয়। রাতে তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।