বালাগঞ্জে ভিটামিন এ ক্যম্পের উপজেলা এডভোকেসি সভা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০১৬, ৭:৫২ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধিঃ গত ১লা ডিসেম্বর বৃহস্পতিবার বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভিটামিন এ ক্যাম্পের উপজেলা এডভোকেসী সভা অনুষ্টিত হয়। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনিসুর রহমানের সভাপতিত্বে ও আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ মামুন আহমদের পরিচালনায় অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন কুষ্ট রোগের প্রোগ্রাম কন্টোলার আবুল কামাম আজাদ ও প্রোগাম অফিসার আব্দুল আউয়াল প্রমুখ। উক্ত এডভোকেসী সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, গ্রাম ডাক্তার ও সাংবাদিক সহ ৩৬ জন অংশ গ্রহন করেন। সবাইকে সচেতনত করে নিয়মিত টিকা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য আহবান করা হয়।